২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৫

রবির প্রেমে মুমতাজ

বিনোদন ডেস্ক:

ঠিকই পড়ছেন। ‘রবির প্রেম’-এ মুমতাজ সরকার। তবে মুমতাজ রূপে নয়, ‘কাদম্বরী’ রূপে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। বিষয়টা একটু খোলসা করে বলা যাক। পরিচালক পার্থ মিত্র তার আসন্ন ছবি ‘রবির প্রেম’-এ কাদম্বরী চরিত্রে অভিনয়ের জন্য মুমতাজকে নির্বাচন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাদম্বরী দেবীর ‘সম্পর্ক’ বহু চর্চিত। সেই ‘সম্পর্ক’-এর বাইরে বেরিয়ে রবি ঠাকুরের লেখনীর ওপর কাদম্বরীর প্রভাবকে ফ্রেমে ধরেছেন পরিচালক।

তবে শুধু কাদম্বরী নন। রবীন্দ্রনাথের লেখার ওপর অনেকেরই প্রভাবের কথা শোনা যায়। তার মধ্যে থেকে তিন নারীকে বেছে নিয়েছেন পার্থ। তার কথায়, ‘রবীন্দ্রনাথকে নিয়ে অনেক এক্সপেরিমেন্টাল কাজ হয়েছে। কিন্তু এই ছবিটা কিছুটা আলাদা। রবি ঠিকই পড়ছেন। ‘রবির প্রেম’-এ মুমতাজ সরকার। তবে মুমতাজ রূপে নয়, ‘কাদম্বরী’ রূপে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

বিষয়টা একটু খোলসা করে বলা যাক। পরিচালক পার্থ মিত্র তার আসন্ন ছবি ‘রবির প্রেম’-এ কাদম্বরী চরিত্রে অভিনয়ের জন্য মুমতাজকে নির্বাচন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাদম্বরী দেবীর ‘সম্পর্ক’ বহু চর্চিত। সেই ‘সম্পর্ক’-এর বাইরে বেরিয়ে রবি ঠাকুরের লেখনীর ওপর কাদম্বরীর প্রভাবকে ফ্রেমে ধরেছেন পরিচালক। তবে শুধু কাদম্বরী নন। রবীন্দ্রনাথের লেখার ওপর অনেকেরই প্রভাবের কথা শোনা যায়। তার মধ্যে থেকে তিন নারীকে বেছে নিয়েছেন পার্থ। তার কথায়, ‘রবীন্দ্রনাথকে নিয়ে অনেক এক্সপেরিমেন্টাল কাজ হয়েছে। কিন্তু এই ছবিটা কিছুটা আলাদা। রবি ঠাকুরের কবিতা, গল্প, চিঠি, গান— সবের ওপরই তার স্ত্রী মৃণালিনী দেবী, ভাবী কাদম্বরী দেবী এবং ভাইঝি ইন্দিরার প্রভাবকে নিয়েই গল্প ভেবেছি। চিত্রনাট্যেও শুধু রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক নয়, তার কাজের ওপর কতটা প্রভাব ফেলেছিলেন এরা, সেটাই দেখানোর চেষ্টা করেছি।’

রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ম। মৃণালিনী দেবীর চরিত্রে লিপিকা উপাধ্যায় এবং ইন্দিরার চরিত্রে সুস্মিতা চক্রবর্তীর অভিনয় সমৃদ্ধ করেছে এই ছবিতে। দেবেশ রায় চৌধুরীকে দেখা যাবে কথকের ভূমিকায়। এই ছবির কাদম্বরী মুমতাজ। তিনি শেয়ার করলেন, ‘স্ক্রিপ্টটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। সত্যি কথা বলতে, শুটিংয়ের আগে কাদম্বরীর কোনও রেফারেন্সও ছিল না। রবি ঠাকুরের সঙ্গে ভালবাসার সম্পর্ক আদৌ ছিল কিনা, তার ওপর ফোকাস করা হয়নি এখানে। বরং তার কাজের ওপর কাদম্বরীর প্রভাব কতটা ছিল সেটা দেখানো হয়েছে।’

উত্তর কলকাতার হাতিবাগান, জোড়াসাঁকো, দক্ষিণ কলকাতার বোড়াল এবং বোলপুরে ছবির শুটিং হয়েছে। ২৫ বৈশাখে ছবিটি রিলিজের পরিকল্পনা রয়েছে পার্থর। তার আগে বিভিন্ন ফেস্টিভ্যালে ছবিটি পাঠাতে চান তিনি। ঠাকুরের কবিতা, গল্প, চিঠি, গান— সবের ওপরই তার স্ত্রী মৃণালিনী দেবী, ভাবী কাদম্বরী দেবী এবং ভাইঝি ইন্দিরার প্রভাবকে নিয়েই গল্প ভেবেছি। চিত্রনাট্যেও শুধু রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক নয়, তার কাজের ওপর কতটা প্রভাব ফেলেছিলেন এরা, সেটাই দেখানোর চেষ্টা করেছি।’

রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ম। মৃণালিনী দেবীর চরিত্রে লিপিকা উপাধ্যায় এবং ইন্দিরার চরিত্রে সুস্মিতা চক্রবর্তীর অভিনয় সমৃদ্ধ করেছে এই ছবিতে। দেবেশ রায় চৌধুরীকে দেখা যাবে কথকের ভূমিকায়। এই ছবির কাদম্বরী মুমতাজ। তিনি শেয়ার করলেন, ‘স্ক্রিপ্টটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। সত্যি কথা বলতে, শুটিংয়ের আগে কাদম্বরীর কোনও রেফারেন্সও ছিল না। রবি ঠাকুরের সঙ্গে ভালবাসার সম্পর্ক আদৌ ছিল কিনা, তার ওপর ফোকাস করা হয়নি এখানে। বরং তার কাজের ওপর কাদম্বরীর প্রভাব কতটা ছিল সেটা দেখানো হয়েছে।’ উত্তর কলকাতার হাতিবাগান, জোড়াসাঁকো, দক্ষিণ কলকাতার বোড়াল এবং বোলপুরে ছবির শুটিং হয়েছে। ২৫ বৈশাখে ছবিটি রিলিজের পরিকল্পনা রয়েছে পার্থর। তার আগে বিভিন্ন ফেস্টিভ্যালে ছবিটি পাঠাতে চান তিনি।

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ১২:৫৪ অপরাহ্ণ