১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৭

বাংলাদেশি হত্যায় ব্রিটিশ নাগরিকের ৪৩ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক:

লন্ডনের মসজিদের কাছে মুসল্লিদের ওপর ভ্যান চালিয়ে বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত ব্রিটিশ নাগরিককে ৪৩ বছর কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। খবর বিবিসি। সাজা অনুযায়ী কার্ডিফের বাসিন্দা ৪৮ বছর বয়সী ড্যারেন ওসবর্নকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।

গত বছরের ১৯ জুন উত্তর লন্ডনের ফিন্সবুরি পার্কে মসজিদের কাছে মুসল্লিদের ভিড়ে গাড়ি উঠিয়ে দেয় ওসবর্ন। এতে ৫১ বছর বয়সী বাংলাদেশি মুকাররম আলী নিহত এবং আরও ১২ জন আহত হন। শুক্রবার লন্ডনের ওই আদালতের বিচারক রায় ঘোষণার সময় এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেন। এসময় তিনি বলেন, মৌলবাদের দিকে ঝুঁকে পড়া ওসবর্ন ইসলাম বিদ্বেষ থেকেই ওই হামলা চালিয়েছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ১২:৫৭ অপরাহ্ণ