২৪শে জানুয়ারি, ২০২৬ ইং | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৫২

স্বাধীনভাবে রায় দেয়ার ক্ষমতা বিচারকদের নেই : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

কোনো মামলার রায় স্বাধীনভাবে দেয়ার ক্ষমতা বিচারকদের নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বেলা ১২ টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়েনে অনুষ্ঠিত দলের নির্বাহী কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, দেশে এখন স্বাধীনভাবে রায় দেয়ার ক্ষমতা বিচারকদের নেই। একজন বিচারক একটি মামলায় স্বাধীনভাবে রায় দিয়েছিলেন। পরে তাকে দেশ ছাড়তে হয়েছে। তিনি বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা যে কথা বলেছিলেন তাতে সরকারের গায়ে লাগে। তাই বিচারপতি এসকে সিনহাকে জোর করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। তিনি যাওয়ার সময় বলে গিয়েছিলেন আবার ফিরে আসবেন। কিন্তু সেখানে সরকার তার লোক পাঠিয়ে তাকে পদত্যাগে বাধ্য করেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ১২:৫১ অপরাহ্ণ