১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৯

বেকহামের ক্লাবে যোগ দিচ্ছেন মেসি-রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক:

খেলোয়াড়ের পাঠ চুকিয়ে এবার ফুটবল ক্লাবের মালিক হচ্ছেন ডেভিড বেকহাম। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে দল কিনছেন তিনি। এরই মধ্যে লিগ কর্তৃপক্ষের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন ইংলিশ কিংবদন্তি। সবকিছু ঠিক থাকলে ২০২০ সাল থেকে লিগ মাতাবে তার দল। সেই দলের হয়ে খেলতে পারেন হালের ক্রেজ লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

মেজর লিগের অন্যতম দল মিনেসোতা ইউনাইটেডের কোচ আদ্রিয়ান হিথ এমনটিই মনে করছেন। হিথের এমন ভাবার পেছনে যথেষ্ট যুক্তিও আছে। কাঁড়ি কাঁড়ি ডলার নিয়ে দল গড়ছেন বেকহাম। মিনেসোতা কোচ বলেন, ‘ডেভিডের ক্লাব অনেক ধনী হতে যাচ্ছে। তিনিসহ চার বিলিয়নারের হাতে এর মালিকানা থাকছে। তারা শুধু লিগে নাম লেখাতে বা অলসভাবে বসে থাকতেই আসছেন না। শক্তি প্রদর্শন করতেই আসছেন।’ তিনি আরও বলেন, ‘এখন স্পেন মাতাচ্ছেন মেসি-রোনাল্ডো। তারা দুজন যদি বেকহামের দলে যোগ দেন, তাতে আমি মোটেও আশ্চর্য হব না। অর্থের জোরে তাদের কিনে ফেলতে পারে দলটি।’

২০১৩ সাল থেকে বুট জোড়া তুলে রেখেছেন বেকহাম। তবে বসে নেই সাবেক ইংলিশ সুপারস্টার। ফুটবল নিয়েই মেতে আছেন। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শহর মিয়ামি। এখানেই দল গড়ে তুলছেন তিনি। এখন দেখার বিষয় কতটা শক্তিশালী হয় তার দল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ১২:৪৯ অপরাহ্ণ