নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে টাঙ্গাইলের মির্জাপুর এবং সফিপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকে এ যানজট অব্যাহত রয়েছে। প্রায় ২০কিলোমিটার এলাকায় যানজটের কারণে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
জামালপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের হেলপার কামাল উদ্দিন জানান, যমুনা সেতু অতিক্রম করার পর থেকে যানজটের কবলে পড়েন তারা। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে কালিয়াকৈর পৌঁছতে ৬ ঘণ্টা লেগেছে। একই সময়ে তাদের মহাখালী পৌঁছে যাওয়ার কথা।
সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা মুঠোফোনে জানান, ঢাকার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে তবে গাড়ীর চাপ একটু বেশি। টাঙ্গাইলের দিকে যানজট রয়েছে। গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটুয়ারী জানান, মহাসড়কে ৪ লেনের কাজ চলমান থাকা এবং যানবাহন এলোমেলোভাবে চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ কাজ করছে। অল্প সময়ের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি জানান।
দৈনিকদেশজনতা/ আই সি