২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৫

বৈশাখে ‘একটি সিনেমার গল্প’

বিনোদন ডেস্ক:

জানুয়ারির মাঝামাঝিতে সেন্সর বোর্ডে জমা পড়ে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’। বৃহস্পতিবার বিনা কর্তনে ছাড়পত্রের সনদ পেয়েছে সিনেমাটি। আগেই শোনা গিয়েছিল বৈশাখের মতো বড় উৎসবে মুক্তি পাবে ‘একটি সিনেমার গল্প’। এবার আলমগীর জানালেন, পয়লা বৈশাখের আগেরদিন ১৩ এপ্রিল পর্দা আলো করবে সিনেমাটি। শিগগিরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। একে একে প্রকাশ হবে পোস্টার, টিজার, ট্রেলার ও গান।

‘একটি সিনেমার গল্প’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ঋতুপর্ণা সেনগুপ্ত, আরিফিন শুভ, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, ওয়াহিদা মল্লিক জলি, সাবেরী আলম, ববি, জ্যাকি আলমগীরসহ অনেকে। সিনেমা জগত নিয়ে আবর্তিত হয়েছে ব্যতিক্রমধর্মী এ চলচ্চিত্র। শুভ-ঋতুপর্ণাকে দেখা যাবে প্রতিষ্ঠিত নায়ক-নায়িকার চরিত্রে। আলমগীর হয়েছেন পরিচালক। সিনেমাটি নির্মিত হয়েছে এ নায়কের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে।

এ ছবির মাধ্যমে প্রায় তিন দশক পর আলমগীর-চম্পা জুটিকে চলচ্চিত্রে অভিনয়ে দেখা যাবে। পাশাপাশি প্রথমবার জুটি হলেন শুভ ও ঋতুপর্ণা। সম্প্রতি এ দুই তারকা ‘আহারে’ শিরোনামের কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন। ‘একটি সিনেমার গল্প’-এ প্রথমবারের মতো সুরকার হিসেবে কাজ করেছেন রুনা লায়লা। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ১২:৪২ অপরাহ্ণ