বিনোদন ডেস্ক:
ঢাকা অ্যাটাক’ সিনেমায় পরিচিতি পাওয়া তাসকিন রহমান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘যদি একদিন’ নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। এতে তাসকিনের সহশিল্পী হিসেবে অভিনয় করবেন সংগীতশিল্পী তাহসান ও কলকাতার নায়িকা শ্রাবন্তী। প্রথমবারের মতো এবার কোনো মিউজিক ভিডিওতে মডেল হলেন ‘ঢাকা অ্যাটাক’-এর নীল চোখের নজরকাড়া অভিনেতা তাসকিন। অদিত রহমানের ‘বলে দাও’ শিরোনামের একটি গানে মডেল হয়েছেন তিনি। সম্প্রতি ঢাকায় মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। এতে তাসকিনের সঙ্গে মডেল হিসেবে রয়েছেন শেহতাজ।
এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তাসকিনের বড় ভাই তানিম রহমান অংশু। গানটির কথা লিখেছেন সোহেল আরমান। সুর করেছেন অদিত, হাসিব ও দোলা। সংগীতায়োজন করেছেন অদিত। অদিত রহমান তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিওটি আজ প্রকাশ করবেন।
অদিত বলেন, গানটি তৈরির পর অংশু ভাই এবং আমি যে গল্পের কথা চিন্তা করি সেটার জন্য তাসকিনকে সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। ভিডিওতে সে দুর্দান্ত অভিনয় করেছে। দেখলে সবাই সেটা বুঝতে পারবেন। তাসকিনের কাজে আমরা মুগ্ধ। শেহতাজও দারুণ করেছেন। এটি ভালোবাসার গান।
দৈনকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

