স্পোর্টস ডেস্ক:
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমি-ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারতীয় যুবরা। শনিবার ফাইনালে শিরোপা দখলের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে পৃথ্বি শাওর দল। গ্রুপ ম্যাচের খেলায় এই অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়েছিল তারা। পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেলে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। ভারতের যুবা ক্রিকেটারদের এ অসাধারণ পারফরম্যান্স এরই মধ্যে মুগ্ধ করেছে বিশ্বের অনেক ক্রিকেটারকে। সেই দলে আছেন খোদ ভারত অধিনায়ক বিরাট কোহলিও।
২০০৮ সালে কোহলির নেতৃত্বে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর ২০১২ সালে তৃতীয়বারের মতো এ শিরোপা জেতে ভারত। এবার রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জেতার পথেই এগিয়ে যাচ্ছে ভারতীয় যুবারা। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে নামার আগে ২৯ বছর বয়সী কোহলি বর্তমান যুবাদের নিয়ে বলেছেন, ‘তাদের পারফরম্যান্সে আমি খুবই মুগ্ধ। টুর্নামেন্টে যাওয়ার আগে আমি তাদের সাথে কথা বলেছিলাম। ছেলেগুলো অসাধারণ। আমাদের সময়ের (২০০৮) সাথে তুলনা করে বলা যায়, তাদের আত্মবিশ্বাস আমাদের চেয়েও বেশি। যেটা খুবই ভালো লক্ষণ।’
পুরো টুর্নামেন্টেই অসাধারণ খেলেছে ভারতীয় যুবারা। পাপুয়া নিউ গিনি, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়াকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও সেমি-ফাইনালে পাকিস্তানকে লজ্জায় ডুবিয়ে দাপটের সঙ্গে ফাইনালে উঠেছে ভারতের যুবারা। ফলে চতুর্থ বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাটা যে খুব বেশি দূরে নয়, তা মানছেন কোহলিও। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর দল নিয়ে আরো আশাবাদী কোহলি বলেছেন, ‘তারা অকল্পনীয়ভাবে ভালো করছে এবং সেমি-ফাইনালটা ছিল অসাধারণ। এ ধরনের বড় ম্যাচে (পাকিস্তানের বিপক্ষে) জয়ের পর তারা সত্যি উঠে দাঁড়িয়েছে। ফাইনালে তাদের জন্য আমার শুভ কামনা রইল। আমরা খুব গভীরভাবে তাদের দিকে লক্ষ্য রাখব। অধীর আগ্রহে অপেক্ষা করবো, কিভাবে তারা ভারতকে আবার চ্যাম্পিয়ন করে। আমি বিশ্বাস করি তাদের সে সামর্থ্য আছে এবং আমার চেয়ে তারা এটা আরো ভালোভাবে জানে।’
দৈনিকদেশজনতা/ আই সি