১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২১

৫৬ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে আউবেমেয়াং

স্পোর্টস ডেস্ক:

গ্যাবনের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক আউবেমেয়াংকে দলে ভেড়াতে এর আগে দুই-দুইবার প্রচেষ্টা চালিয়েছিল আর্সেনাল। দুইবারই আর্সেনালকে ফিরিয়ে দিয়েছে জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। অবশেষে আর্সেনালের করা ৫৬ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবটি ফিরিয়ে দিতে পারেনি জার্মানির ক্লাবটি।
রেকর্ড ৫৬ মিলিয়ন পাউন্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যোগ দিয়েছেন বরুসিয়ার আউবেমেয়াং। দলে যোগ দেওয়ার পর এই স্ট্রাইকার জানিয়েছেন, ‘আর্সেনালের মতো এমন একটি দলে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে। রয়েছে ঐতিহ্য। এমনকী এই ক্লাবে থিয়েরি অঁরির মতো গ্রেট ফুটবলাররা খেলেছেন। স্ট্রাইকারদের জন্য অঁরি আদর্শ। আমি একজন দ্রুতগামী খেলোয়াড়। আমি গোল করতে পছন্দ করি। আমি অঁরিকে পছন্দ করি। তার মতো হলে হলে আমাকে আরো অনেক কিছু করতে হবে। আর্সেনালের জন্য আমি আমার সেরাটা দিয়ে খেলব। আশা করছি যথাসম্ভব দ্রুততম সময়ে আর্সেনাল পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরবে।’ আর্সেনাল জানিয়েছে ২৪ বছর বয়সী আফ্রিকার বর্ষসেরা এই খেলোয়াড় লম্বা মেয়াদের জন্য দলে যোগ দিয়েছেন।
২০১৩ সালে বরুসিয়ায় যোগ দেওয়ার পর ২১৩ ম্যাচে মাঠে নেমেছেন আউবেমেয়াং। গোল করেছেন ১৪১টি। এই মৌসুমে ২৪ ম্যাচে মাঠে নেমে গোল করেছেন ২১টি। গেল মৌসুমে গোল করেছিলেন ৩১টি। তার সময়ে বরুসিয়া বড় ট্রফি বলতে জার্মান কাপ জিতেছে। তাও ২০১৭ সালে। ২০১৬ সালে তিনি বুন্দেসলিগার বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন। জাতীয় দল গ্যাবনের হয়ে ৫৬ ম্যাচে মাঠে নেমে আউবেমেয়াং গোল করেছেন ২৩টি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ১২:৫৯ অপরাহ্ণ