১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সভা ৩ ফেব্রুয়া‌রি

নিজস্ব প্রতিবেদক:

বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সভা আগামী ৩ ফেব্রুয়া‌রি অনুষ্ঠিত হবে। ওইদিন রাজধানীর লা মে‌রি‌ডিয়ান ‌হো‌টে‌লে কমিটির সভা অনু‌ষ্ঠিত হ‌বে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী। বৃহস্প‌তিবার বেলা পৌনে ১২টায় নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে রিজভী জানান, সভা সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হবে।

তিনি জানান, সভাটি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সিটি কনভেনশন (আইসিসিবি) হলের পরিবর্তে লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে। রিজভী বলেন, আইসিসিবি হলের সংস্কার কাজের কারণে সেখানকার বুকিং বাতিল করেছেন কর্তৃপক্ষ। তাই নতুন ভেন্যু হিসেবে লা মেরিডিয়ান হোটেল বুকিং দিয়েছে বিএনপি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ১:০২ অপরাহ্ণ