১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

দীপিকার পছন্দের সহ অভিনেতা রণবীর

বিনোদন ডেস্ক:

বর্তমানে পদ্মাবত সিনেমার জন্য আলোচনার মধ্যমণি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি বোন আনিশাকে নিয়ে নেহা ধূপিয়ার টক শোতে এসেছিলেন। দুই বোন অনুষ্ঠানে একে অপরের অনেক গোপন কথা জানিয়ে দিলেন। এরইমধ্যে দীপিকার কাছে জানতে চাওয়া হয় তার প্রিয় অভিনেতার নাম। এর জবাবটা দিয়ে দেন তার বোন আনিশাই।  এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা। তিনি বলেন, দীপিকার প্রিয় অভিনেতা রণবীর কাপুর। তবে দীপিকা আনিশার এই উত্তরের সঙ্গে সঙ্গে দীপিকা পিকু সিনেমায় তার সহ অভিনেতা ইরফান খানের নামও জুড়ে দেন।

উল্লেখ্য, এই শোয়েরই একটা শো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনুষ্ঠানে দীপিকার কাছে নেহা জানতে চান, তিনি এনগেজ কিনা। এর জবাবে সরাসরি না বলে দেন দীপিকা। দুটি হাতই তুলে দেখান যে, আঙুলে কোনও আংটিই নেই। কিন্তু নেহা একটি আংটি দেখতে পেয়ে যান। এরপর আনিশা বলেন, গত চার বছর থেকেই এনগেজ দীপিকা। সঙ্গে সঙ্গেই দুই বোন হেসে ফেলেন।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ১০:০০ পূর্বাহ্ণ