২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৮

মেসি-সুয়ারেসের গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক:

এবারের মৌসুমে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বার্সেলোনা। লিগের দ্বিতীয় পর্ব শুরুর আগেই অন্য প্রতিপক্ষদের তুলনায় নিজেদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিল এর্নেস্তো ভালভেরদের শির্ষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগেও খেলছে দারুণ। আর দলটির এমন দুরন্ত পারফরম্যান্সের মূলে অবশ্যই লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। বার্সার আক্রমণ ভাগের দুই প্রাণভমোরা গোলের পর গোল করে চলেছেন।

এবারের লিগে রোববার রাতেই যেমন নিজের ২০তম গোলটি করলেন লিওনেল মেসি। ১৬তম গোলের দেখা পান লুইস সুয়ারেজ। এই দুইয়ের নৈপুণ্যে লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এদিন বার্সার জয় পেতে অবশ্য বেশ কষ্টই করতে হয়েছে। ৭১ মিনিট পর্যন্তও ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে ০-১ গোলে পিছিয়ে ছিল দলটি। ম্যাচের ২৩ মিনিটেই ইয়োন গিদেত্তির করা গোলে এগিয়ে যায় আলাভেস। সমতা ফেরাতে অনেক চেষ্টার পরও বারবার ব্যর্থ হচ্ছিল বার্সা। ৭২ মিনিটে সুয়ারেজের গোলে হাসি ফোটে দলটির। সমতা ফেরে ম্যাচে। এরপর লিওনেল মেসির জাদু। ৮৪ মিনিটে দর্শনীয় এক ফ্রি কিকে দলকে জয় এনে দেওয়া গোল আর্জেন্টাইন জাদুকরের।

প্রথম পর্বে দেপোর্তিভো আলাভেসকে ২-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। এদিনের জয়ে ২১ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্র নিয়ে ৫৭ পয়েন্ট শীর্ষে থাকা বার্সেলোনার। সমান ম্যাচে আলাভেসের পয়েন্ট মাত্র ১৯। ৬ জয়, ১ ড্রয়ের বিপরীতে ১৪টি হার তাদের। ২০ দলের মধ্যে তাদের অবস্থান ১৭।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ১০:০২ পূর্বাহ্ণ