১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

নোয়াখালীতে গাঁজা-ফেন্সিডিলসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। রোববার রাতে ওই উপজেলার নলুয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- ওই উপজেলার নুলয়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার (২৫) ও সদর উপজেলার সফিপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল খায়ের জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ ২ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ৯:৫৭ পূর্বাহ্ণ