বিনোদন ডেস্ক:
শহিদ কাপুরের ভাই ইসহান খাত্তারের বিপরীতে বলিউড অভিষেকের অপেক্ষায় রয়েছেন বনি কাপুর-শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। কিন্তু বলিউড অভিষেকের আগেই আরেকটি হিন্দি সিনেমা পকেটে পুরেছেন তিনি। ডেকান ক্রনিকেলসের বরাত দিয়ে জুম টিভির খবরে প্রকাশ, রণবীর সিংয়ের আসন্ন ছবি ‘সিমবা’তে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে তাঁকে।
ব্যবসাসফল তেলেগু চলচ্চিত্র ‘টেম্পার’-এর হিন্দি সংস্করণ হিসেবে নির্মিত হতে যাচ্ছে ‘সিমবা’। তেলেগু ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন এন টি রামা রাও জুনিয়র ও কাজল আগারওয়াল। হিন্দি সংস্করণে তাঁদের পরিবর্তে জুটি বাঁধবেন রণবীর-জাহ্নবী।
ডেকান ক্রনিকেলসের একটি সূত্র জানায়, ছবিতে জাহ্নবীকে নায়িকা হিসেবে নেওয়ার পরিকল্পনা আসে করণ জোহরের মাথায়। তেলেগু ছবিতে কাজল আগারওয়ালের চরিত্রটা অত বিস্তৃত ছিল না। তাই তেলেগু ছবিটির ব্যবসায়িক সাফল্য থাকলেও নায়িকার ভূমিকা কম থাকায় ছবিটিতে জাহ্নবীর অভিনয় নিয়ে প্রথম আপত্তি করেছিলেন বনি কাপুর। কিন্তু বনি ও শ্রীদেবীকে করণ আশ্বস্ত করেছেন, হিন্দি সংস্করণে পর্দায় কাজলের চেয়ে বেশি জায়গা পাবেন জাহ্নবী। রণবীরের সঙ্গে অনেক দৃশ্যে অভিনয় রয়েছে তাঁর। এ ছাড়া জাহ্নবীর বলিউড অভিষেক হতে যাওয়া ছবি ‘ধাদাক’-এ পরামর্শদাতার ভূমিকায় দেখা গেছে করণকে। ‘সিমবা’ ছবিতে পরিচালক হিসেবে থাকছে রোহিত শেঠি। যাতে ক্যারিয়ারের প্রথম দিকেই ভালো শুরু করতে পারে জাহ্নবী।
বর্তমানে ‘ধাদাক’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন জাহ্নবী। এটি ব্যবসাসফল মারাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি সংস্করণ। ছবিটি পরিচালনা করছেন শশাঙ্ক খাইতান। চলতি বছরের ৬ জুলাই প্রথমবারের মতো সিনেমার পর্দায় দেখা যাবে জাহ্নবীকে।
দৈনকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

