১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৮

শেষ টেস্টে ভারতের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক:

লক্ষ্য মাত্র ২৪১ রান। ঘরের মাঠে এই রান তাড়া করে জেতা দক্ষিণ আফ্রিকার জন্য সহজই বটে। অথচ এই লক্ষ্যও টপকাতে পারেনি প্রোটিয়ারা। ভারতীয় বোলিং তোপে প্রোটিয়ারা তাদের চতুর্থ ইনিংস গুটিয়ে নেয় ১৭৭ রানে। তাই কোহলিরা শেষ টেস্ট জিতে নেয় ৬৩ রানে।

জোহানেসবার্গে এই টেস্ট জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে ভারত। তারপরও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে সফরকারী দলটি। এর আগে সিরিজের প্রথম দুই টেস্ট জিতেছিল স্বাগতিকরা। ম্যাচের প্রথম ইনিংসে ভারত ১৮৭ রান গড়েছিল। জবাবে প্রোটিয়ারা করেছিল ১৯৪ রান। আর দ্বিতীয় ইনিংসে ভারত ২৪৭ রান করে প্রতিপক্ষের সামনে আড়াইশ রানের কাছাকাছি দাঁড় করায়। ভারতীয় পেসারদের ঝড়ে বিধ্বস্ত হয়ে যায় প্রোটিয়াদের ব্যাটিং লাইন। মোহাম্মদ শামি একাই পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধস নামান। ওপেনার এলগার ৮৬ রানের দারুণ একটি ইনিংস খেলেও হার এড়াতে পারেননি। এ ছাড়া বুমরাহ ও ইশান্ত শর্মা দুটি করে উইকেট নেন।

দুই ইনিংসে ব্যাট ও বল হাতে দারুণ খেলে ভুবনেশ্বর কুমার ম্যাচসেরার পুরস্কার পান। আর ভার্নন ফিল্যান্ডার পান সিরিজসেরার পুরস্কার। এর আগে কেপটাউনে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ৭২ রানে। আর দ্বিতীয় টেস্টে ভারত হারে ১৩৫ রানে। এর পর সফরে ছয়টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে কোহলিরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১২:১১ অপরাহ্ণ