১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

ডেমরায় কলেজছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ডেমরা থানা এলাকায় এক কলেজ ছাত্রীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রী ডেমরার পূর্ব হাজিরনগর এলাকায় পরিবারের সঙ্গে বাস করতেন। নিজেদের ভাড়া বাসায় পাশের বাসার ভাড়াটিয়া দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে ডেমরা থানার পুলিশ জানিয়েছে।

পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার এসআই শাহাদাত হোসেন জানান, শনিবার রাত ১২টার দিকে পাশের বাসার সোহেল নামের একজন ছাত্রীটির রুমে ঢুকে তকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে ছাত্রীর বাবা মেয়েকে নিয়ে রাতেই থানায় অভিযোগ করলে সোহেলকে আটক করা হয়। পুলিশ রাত সোয়া ২টার দিকে ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস) সেন্টারে ভর্তি আছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১২:১৪ অপরাহ্ণ