১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

শাওনের গানের মডেল সুমিত-শাকিলা

বিনোদন ডেস্ক:

সংগীতশিল্পী শাওন গানওয়ালার নতুন গানের শিরোনাম ‘বেপরোয়া মন’। সম্প্রতি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামোজ রেকর্ডসের ব্যানারে গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। রঞ্জু রেজার কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ুন। গানটির ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ। গানটিতে শাওন গানওয়ালার পাশাপাশি মডেল হয়েছেন সুমিত ও শাকিলা।

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে সুমিত বলেন, ‘সচরাচর মিউজিক ভিডিওর কাজ করা হয় না। তবে এই গানটি আমার অসম্ভব ভালো লেগেছে। আর নির্মাণ ভাবনাটাও অসাধারণ হয়েছে। আশা করছি, দর্শকরা এটা দেখে হতাশ হবেন না।’ গানটির ভিডিও নির্মাতা মাহিন আওলাদ বলেন, ‘গানটি খুবই রোমান্টিক। চেষ্টা করেছি সেভাবেই পর্দায় তুলে আনতে। ভিডিওটি প্রকাশের পর থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। এটাই বড় স্বার্থকতা।’

অন্যদিকে,কণ্ঠশিল্পী শাওন গানওয়ালা বলেন, ‘যেমন গান তেমন ভিডিও হয়েছে। আমি আনন্দিত।’ প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামোজ রেকর্ডসের ব্যবস্থাপনা পরিচালক সাউন্ড ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন বাপ্পী জানান, শুদ্ধ বাংলা গানের বিকাশের লক্ষ্যে যা যা করা দরকার তার পুরোটাই করতে চান তিনি। তিনি বলেন, ‘আমি নিজেও দীর্ঘ সময় সংগীতের সঙ্গে জড়িয়ে আছি। এত দিনের অভিজ্ঞতা এবার গান প্রযোজনায় কাজে লাগাতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১০:০৭ পূর্বাহ্ণ