১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

মেইজ রানার সিরিজের শেষ ছবি আসছে স্টার সিনেপ্লেক্সে

বিনোদন ডেস্ক:

সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ছবি ‘মেইজ রানার’-এর কথা ভোলার কথা নয় দর্শকদের। ২০১৪ ও ’১৫ সালে মুক্তি পাওয়া সিরিজের দু’টি ছবিই ভালো সাড়া জাগিয়েছিলো। সবশেষ ছবি ‘মেইজ রানার: দ্য স্কর্চ ট্রায়ালস’ তো বক্স অফিসে দারুণ ঝলক দেখিয়েছে। তিনশ মিলিয়ন ডলার আয় করেছিলো ছবিটি।

যার রেশ ধরে এবার আসছে সিরিজের তৃতীয় ছবি ‘মেইজ রানার : দ্য ডেথ কিউর’। এটিই সিরিজের শেষ ছবি। ২৬ জানুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এ ছবি। জেমস ডাসনারের সাড়া জাগানো ট্রিলজি উপন্যাস ‘দ্য মেইজ রানার’ অবলম্বনে নির্মিত এ সিরিজের আগের দুটি সিনেমা দর্শকপ্রিয়তা লাভ করেছে কাহিনি বৈচিত্র্য আর অভিনব নির্মাণশৈলীর কারণে। এবারের ছবিটি আগের ছবিগুলোর চেয়ে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

সিরিজের তিনটি ছবিরই পরিচালক ওয়েজ বল। অভিনেতা-অভিনেত্রীদের তালিকায়ও খুব বেশি পরিবর্তন আসেনি। ডিলান ও’ব্রেইন, কি হং লি, প্যাট্রিসিয়া ক্লার্কসন, এইড্যান গিলেন, বেরি পিপার, ওয়াল্টন গগিন্সরা রয়েছেন যথারীতি। কিছু তরুণের ভুলে যাওয়া স্মৃতি নিয়ে যাত্রা শুরু ‘দ্য মেইজ রানার’ সিরিজের। নতুন ছবির কাহিনী এগিয়েছে আগের ছবির ধারাবাহিকতার পথ ধরেই। তবে এবার দর্শকরা আরো কিছু নতুনত্ব খুঁজে পাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত একটা তীব্র আকর্ষণ ধরে রাখবে বলে মনে করেন পরিচালক।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ৪:০০ অপরাহ্ণ