নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটীতে অগ্নিকাণ্ডে ৫টি গরুসহ ৯ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভুত হয়। বুধবার রাত ১টার দিকে খোলাহাটী ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামের আলহাজ্ব আব্দুল কাদের ও নুরুজ্জামান’র বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একই এলাকার বাসিন্দা নুরুজ্জামানের গোয়াল ঘর থেকে আগুনের সূত্র পাত হয়। তবে কিভাবে গোয়াল ঘরে আগুন লেগেছে তার কোন সঠিক সন্ধান পাওয়া যায়নি। তবে অনেকে মনে করছেন সিগারেট অথবা শটসার্কিট থেকে এর সূত্রপাত হতে পারে।
আব্দুল কাদেরের পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে তার ছেলে কামরুল ও আনারুল আগুন আগুন করে চিৎকার শরু করে। পরে তাদের আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা চালায়।
এদিকে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আসার আগেই গোয়াল ঘরের ৫টি গরু ভষ্মিভুত হয়ে মারা যায় । আব্দুল কাদের পরিবারের প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিভে ফেলে।
দৈনিক দেশজনতা /এমএইচ