১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ঐশী

বিনোদন ডেস্ক:

ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭ এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন সুনামগঞ্জের রাকিবা ইসলাম ঐশী। রোববার সন্ধ্যায় থাইল্যান্ডে ব্যাংকক শহরের একটি হোটেলে এই প্রতিযোগিতার জমজমাট গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়। এতে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জে হাওরকন্যা হিসেবে পরিচিত রাকিবা ইসলাম ঐশী ও ঢাকার সুমনা।

ঐশী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামের সরকারি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও নারীনেত্রী আতিফা ইসলাম সাথীর মেয়ে। বর্তমানে তারা সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা। ঐশী বর্তমানে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে সম্মান দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। ঐশী এনটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও নাট্যব্যক্তিত্ব দেওয়ান গিয়াস চৌধুরীর সহধর্মীনি।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ৯:৪৪ পূর্বাহ্ণ