২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৩

রোনালদো-নাচোর জোড়া গোলে রিয়ালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক:

কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা ছবি পোস্ট করেছিলেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ছবিটির ক্যাপশন বাংলায় অনুবাদ করলে ভাবার্থে তা দাঁড়ায়, মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে। নিজের পড়তি ফর্ম ও চলতি মৌসুমে রিয়ালের বাজে পারফরম্যান্সের কারণেই যে এভাবে লিখেছেন তা বলে দিতে হয় না। এবার সূর্য হয়ে জ্বলে নিজের কথা রেখেছেন এই মহাতারকা। স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে রোনালদো, বেল ও নাচোর জোড়া গোল এবং লুকা মদ্রিচের দুর্দান্ত ফিনিশিংয়ে দেপোর্তিভো লা করুনাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। লিগে ৩ ম্যাচ জয়শূন্য থেকার পর দলটির এই ফলাফলে সমালোচনার ঝড় কিছুটা হলেও থামবে।

রোনালদো জোড়া গোল করলেও সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের নায়ক ছিলেন গ্যারেথ বেল। দুই গোলের পাশাপাশি এই ওয়েলস উইঙ্গার যতক্ষণ মাঠে ছিলেন খেলেছেন দুর্দান্ত। রিয়াল মাদ্রিদের সহজ সুযোগ থেকে গোল হাতছাড়া করার মহড়া দেখা গেছে এই ম্যাচেও। তবে করুনার গোলরক্ষক রুবেন ইভান মার্টিনেজের কৃতিত্বকেও খাটো করে দেখার সুযোগ নেই। রুবেনের সতীর্থ আদ্রিয়ান লোপেজের ২৩ মিনিটের গোলে ম্যাচে তারাই এগিয়ে যায় প্রথমে। ৩২ মিনিটে লস ব্লাঙ্কোসদের সমতায় ফেরান ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ। মার্সেলোর পাস থেকে গোলটি করেন তিনি। এর ১০ মিনিট পরেই দলকে এগিয়ে দেন বেল। বাঁ পায়ের বাকানো শট দুরের পোস্টে বল জালে জড়ান তিনি। দলের পরবর্তী গোলটিও তার। ৫৮ মিনিটে টনি ক্রুসের কর্নার থেকে দারুণ হেডে গোল করেন বেল।

ম্যাচের ৬৮ মিনিটে রিয়ালের চতুর্থ গোলটি আসে রোনালদো ও মদ্রিচের যুগলবন্দিতে। রোনালদোর ব্যাকহিল থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ শটে গোল করেন মদ্রিচ। রোনালদো ম্যাচে বেশ কিছু সুযোগ হাতছাড়া করে অবশেষে ৭৮ মিনিটে গোলখরা ঘোচান। ক্যাসামিরোর ক্রস ভলিতে বল জালে জড়ান সি আর সেভেন। ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এই সুপারস্টার। বেলের বদলি হিসেবে নামা লুকাস ভাসকেজের ক্রসে দুর্দান্ত এক ডাইভিং হেডে রিয়াল মাদ্রিদের হাফ ডজন গোল পূর্ণ করেন রোনালদো।

তবে এই গোলটি করতে গিয়ে করুনার ডিফেন্ডারের বুট দিয়ে আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়তে হয় ফুটবলের এই রাজপুত্রকে। ততক্ষণে অবশ্য সমালোচকদের মুখ বন্ধ করার ব্যবস্থা করে ফেলেছেন তিনি। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের শেষ গোল করেন নাচো। ক্রুসের বাড়ানো ক্রস থেকে করুনার কফিনে শেষ পেরেকটি ঠুঁকে দেন এই স্প্যানিশ ডিফেন্ডার। এই জয়ে ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট রিয়ালের। পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকা দলটি শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পিছিয়ে আছে ১৯ পয়েন্টে। অবশ্য বার্সা একটি ম্যাচ বেশি খেলেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ৯:৫৬ পূর্বাহ্ণ