১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৭

তিন গান ও ট্রেলারে ‘ভালো থেকো’

বিনোদন ডেস্ক:

ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে সিনেমাটির একটি গান প্রকাশের কথা ছিল রোববার। কিন্তু তা হয়নি। এ প্রসঙ্গে টাইগার মিডিয়ার পক্ষ থেকে বলা হয়, “আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনিবার্য কারণে আজকের ‘বিয়ে’ গানটি রিলিজ দেয়া হয়নি।” আরো জানানো হয়, প্রচারণা উপকরণ হিসেবে ‘ভালো থেকো’ মুক্তির আগে তিনটি গান ও অফিশিয়াল ট্রেলার উন্মুক্ত হবে অনলাইনে। গান তিনটি হলো বিয়ে, হিল ও মন দিওয়ানা। জানুয়ারি মাসজুড়ে দর্শকদের জন্য এ চমক রাখা হচ্ছে। ‘ভালো থেকো’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তানহা তাসনিয়া। আরো আছেন রোজ, তানিন সুবহা ও মিশা সওদাগর।

সিনেমাটির গল্প সম্পর্কে নায়ক শুভ বলেন, “জীবনের পথচলায় আমাদের অনেক মানুষের সাথে চলতে হয়। সবার সাথেই যে সম্পর্ক ভালো থাকে— তা না। এরপরও দিন শেষে আমরা খুব কমই বলতে পারি ‘ভালো থেকো’। এটা আসলে ছোট ছোট মানবিকতার গল্প।” ইতোমধ্যে ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা পড়েছে ‘ভালো থেকো’। আশা করা হচ্ছে শিগগিরই বিনা কর্তনে ছাড়পত্র পাবে। সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন জাহিদ হাসান অভি।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ১২:৫৮ অপরাহ্ণ