১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

৮ জাতীয় দিবস পালনে বাধ্যবাধকতা চাওয়া রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক:

বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, ১০ জানুয়ারি (বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস), জাতীয় শোক দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসসহ মোট আটটি জাতীয় দিবস পালনে বাধ্যবাধকতা চাওয়ার রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোজাম্মেল হক ও শহিদুল ইসলাম গত বুধবার রিট আবেদনটি করেছিলেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ বিষয়ে শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করেন বিচারক।

আদালত থেকে বেরিয়ে রিটকারী আইনজীবী শহিদুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩ নভেম্বর জেলহত্যা দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস হচ্ছে আমাদের মূল ভিত্তি।’

তিনি জানান, এসব দিবস প্রত্যেক রাজনৈতিক দলসহ সব নাগরিকের জন্য পালন বাধ্যতামূলক করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেছিলেন তারা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ১২:৫৪ অপরাহ্ণ