১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

সুনামগঞ্জে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের মদনপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে মনমালা খাতুন (৫৫) ও রুহেল মিয়া (২৭) নামের দুইজনকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের মদনপুর গ্রামে আব্দুস শহীদ ও একই গ্রামের আব্দুল কাহারের মধ্যে গ্রামের পাশে কিছু জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে আব্দুস শহীদের লোকজন বিরোধপূর্ণ জমিতে গেলে আব্দুল কাহারের লোকজন বাধা দেয়।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজনর সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ ১০ জন আহত হন। সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থতি শান্ত রয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ১:১১ অপরাহ্ণ