১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

২০১৮তে যে তারকা সন্তানরা বলিউডে পা রাখছে

বিনোদন ডেস্ক:

সানি দেওল, শ্রীদেবী, সাইফ আলি খানেদের একটা সময় সিলভার স্ক্রিনে ঝড় তুলতে দেখা যেত। এখনও অনেকে বুড়ো হাড়ে ভেলকি দেখিয়ে চলেছেন। কিন্তু সেই নায়ক-নায়িকা সুলভ ইমেজে তো আর তাদের দেখা যায় না। এই সব অভিনেতা অভিনেত্রীদের ছেড়ে যাওয়া আসনে এবার বসতে চলেছেন তাদেরই সন্তানরা। অবশ্য বাবা মায়েদের মতো তারাও দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারবেন তা তো সময়ই বলবে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা।

চলতি বছর বলিউডে অনেক নতুন মুখ দেখা যাবে। এই স্টার কিডদের(তারকা সন্তান) নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোন প্রয়োজন নেই। বলিউডে তারা আসতে চলেছেন এই খবর নিশ্চিত হতেই তাদের নিয়ে চর্চা সবসময় তুঙ্গে থাকে। জেনে নেওয়া যাক কোন কোন স্টার কিডরা বলিউডে ডেবিউ(অভিষেক) করতে চলেছেন।

ইশান খট্টর: শহিদ কাপুরের হাফ ব্রাদার ইশান অর্থাৎ নীলিমা আজিম (শহিদের জন্মদাত্রী) ও তার অভিনেতা স্বামী রাজেশ খট্টরের ছেলে। ‘ধড়ক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন ইশান। চলতি বছর ৬ই জুলাই মুক্তি পাবে ছবিটি। ইশানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরকে। তবে এখানে বলে রাখা ভালো এটি ইশানের প্রথম ছবি নয়। এর আগে ইরানের এক পরিচালক মাজিদের ‘বিওন্ড দ্য ক্লাউড’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

জাহ্নবী কাপুর: মায়ের নাম শ্রীদেবী। অভিনয় তার রক্তে। অভিনেত্রীর মেয়ে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেবেন এটা অনুমেয়। এখনই জাহ্নবী সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। প্রায়ই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন তিনি। কখনও জিমের বাইরে, কখনও বন্ধুদের সঙ্গে পার্টি মুডে। ২০ বছর বয়সী জাহ্নবী ইশান খট্টরের বিপরীতে ‘ধড়ক’ ছবিতে অভিনয় করছেন।

সারা আলি খান: সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। বলিউডে এখনও পা রাখেননি। ইতিমধ্যেই তার ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গেছে। ঠিক যেন মায়ের মতোই দেখতে সারা। সুন্দরী, বোল্ড, আত্মবিশ্বাসী সারা অভিষেক কাপুরের পরবর্তী ছবি ‘কেদারনাথ’এর মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন। ২০১৮ সালের শেষের দিকে মুক্তি পাবে ছবিটি। সারার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতকে।

করণ দেওল: সানি দেওলের বড় ছেলে করণ। দেওল পরিবারের তৃতীয় প্রজন্ম। দাদা বাবার মতোই অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন করণ। বাবার প্রযোজনা সংস্থার হাত ধরেই বলিউডে অভিষেক হবে করণের। ছবিটি পরিচালনা করবেন সানি দেওল। ছবির নাম ঠিক হয়েছে, ‘পল পল দিল কে পাস’। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাবে।

অনন্যা পান্ডে: চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বোল্ড ছবি পোষ্ট করে প্রচারের আলোয় থাকেন। শোনা যাচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু ছবিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করবেন অনন্যা। ছবিটি ২০১৮তেই মুক্তি পাবে।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ১২:২৩ অপরাহ্ণ