অনলাইন ডেস্ক:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
৩ ডিসেম্বর প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা ৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে এই ঠিকানায়- http://www.bwdb.gov.bd আবেদন করতে পারবেন।
আগ্রহীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল, পানিসম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি বা উল্লিখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস বা এএমআইইর সেকশন ‘এ’ ও ‘বি’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এ ছাড়া শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ, শ্রেণি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় অভিজ্ঞ হতে হবে। বয়সসীমা ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ১৮ থেকে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রতিবন্দ্বী শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

