নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর এক বিবৃতিতে জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী ঘোষণার প্রতিবাদে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে এক কর্মসূচির ঘোষণা করেছে।
বুধবার ১৩ ডিসেম্বর, সকাল ১১ টায়, জাতীয় মসজিদ বায়তুল মুকাররামের উত্তর গেটে গণজমায়েত শেষে আমেরিকান দূতাবাস ঘেরাও কর্মসূচী সফল করার আহবান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, জীবন দিয়ে হলেও ট্রাম্পের এই ঘোষণা বাস্তবায়ন করতে দেয়া যাবে না। মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে ঝাপিয়ে পড়লে ট্রাম্পের ষড়যন্ত্র ব্যর্থ হবে। তিনি অবিলম্বে জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী করার বিতর্কিত ঘোষণা প্রত্যাহার করার দাবি জানান।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

