১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:২৯

কাতারে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক:

কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার কাতার সময় সন্ধ্যা ৬টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। বর্তমানে নিহতদের লাশ কাতারের ওয়াকরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সামসুদ্দিন রিয়াদ চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। তিনি কাতারের মিরসরাই সমিতির সদস্য। অন্যজনের নাম জানা যায়নি। তবে তার বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে।

কাতারের মিরসরাই সমিতির সূত্রে জানা গেছে, নিহত রিয়াদের বাবার নাম বাহার চৌধুরী। মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলি নগরের তার বাড়ি। রিয়াদ দীর্ঘদিন কাতারের আল খোর এলাকায় কর্মরত ছিলেন।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, রিয়াদ ৭-৮ বছর ধরে কাতারে রয়েছে। তার এক ছেলে রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে লাশ বাড়িতে নিয়ে আসা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ৬:২৭ অপরাহ্ণ