স্পোর্টস ডেস্ক:
হ্যামিলটন টেস্টও জিতে নিল নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে ২৪০ রানের বিশাল ব্যবধানে হারাল কিউইরা। ৪৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন ২০৩ রানেই শেষ হয়ে গেল ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস। এই জয়ে দুই টেস্টের সিরিজ কিউইরা জিতল ২-০ ব্যবধানে।
ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ (৬৪) ছাড়া বাকিরা কেউই প্রতিরোধ গড়তে পারেনি। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে নিল ওয়াগনার নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার করেছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার।
হ্যামিলটনে নিউজিল্যান্ডের ৩৭৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে সংগ্রহ করে ২২১ রান। এরপর নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৯১ রান জমা করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। রস টেলর করেন অপরাজিত ১০৭ রান। কেন উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ৫৪ রান।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৭৩
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬৬.৫ ওভারে ২২১(আগের দিন ২১৫/৮) (রেইফার ২৩*, কামিন্স ১৫, গ্যাব্রিয়েল ০; সাউদি ২/৩৪, বোল্ট ৪/৭৩, ডি গ্র্যান্ডহোম ২/৪০, ওয়েগনার ২/৭৩)।
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ৭৭.৪ ওভারে ২৯১/৮ (ডি.) (রাভাল ৪, ল্যাথাম ২২, উইলিয়ামসন ৫৪, টেইলর ১০৭*, নিকোলস ৫, স্যান্টনার ২৬, ডি গ্র্যান্ডহোম ২২, ব্লান্ডেল ১, ওয়েগনার ৮, সাউদি ২২*; গ্যাব্রিয়েল ২/৫২, রোচ ০/২৮, কামিন্স ৩/৬৯, রেইফার ১/৫২, ব্র্যাথওয়েট ০/৩৩, চেইস ২/৫১)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ২০৩ (ব্র্যাথওয়েট ২০, পাওয়েল ০, হেটমায়ার ১৫, হোপ ২৩, চেজ ৬৪, রেইফার ২৯, রোচ ৩২, কামিন্স ৯, গ্যাব্রিয়েল ০; সাউদি ২/৭১, বোল্ট ২/৫২, ওয়েগনার ৩/৪২, স্যান্টনার ২/১৩)।
দৈনিকদেশজনতা/ আই সি