২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪৪

টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল ঢাকা

স্পোর্টস ডেস্ক:

বিপিএলের পঞ্চম আসরের ফাইনালে মুখোমুখি দুই শক্তিশালী দল রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। শিরোপার লড়াইয়ে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে সাকিব আল হাসানের ঢাকা।

প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ঢাকা। অন্যদিকে এলিমিনেটরে খুলনা টাইটান্সকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যায় রংপুর। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লাকে বিদায় করে ফাইনালে ঢাকার সঙ্গী হয় মাশরাফির দল।

এই নিয়ে চতুর্থবারের মতো বিপিএলের ফাইনাল  খেলছে ঢাকা। গতবার শিরোপা জেতার পর এবার ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে রাজধানীর দলটি। অন্যদিকে রংপুর রাইডার্সের এটাই প্রথম ফাইনাল।

 

ঢাকা ডায়নামাইট দল: মেহেদী মারুফ, এভিন লুইস, জো ডেনলি, কাইরেন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, মোসাদ্দেক হোসেন, সুনীল নারাইন, জহুরুল ইসলাম (উইকেট রক্ষক), আবু হায়দার রনি, খালেদ আহমেদ।
রংপুর রাইডার্স দল: জনসন চার্লস, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রভি বোপারা, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, নাজমুল ইসলাম, ইসুরু উরানা।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ৬:১১ অপরাহ্ণ