বিনোদন ডেস্ক:
সম্প্রতি ‘দাগ’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া। সৌরভ ইশতিয়াকের চিত্রনাট্যে পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। নির্মাতা জানালেন, বড়দিন উপলক্ষে সিনেমাটি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
ছবিটিতে দ্বৈত চরিত্রে হাজির হবেন নাদিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি সবময় ব্যতিক্রমী কিছু কাজ করার চেষ্টা করি। সেইসঙ্গে সময়ের যেটা চাহিদা তার সঙ্গেও মানিয়ে নিতে চাই। আজকাল ইউটিউবেই ঝুঁকে গেছেন আমাদের দর্শকেরা। তারা নাটক-টেলিছবির চেয়েও বেশ দেখছেন নানা রকম গল্পের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো। সেই ভাবনা থেকেই নিয়মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করছি। ‘দাগ’ সেই তালিকাকে সমৃদ্ধ করবে বলেই প্রত্যাশা। দর্শক এখানে চমৎকার গল্প ও নির্মাণের মুন্সিয়ানা পাবেন।”
এদিকে ১৭ নভেম্বর ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির একটি গান। ন্যানসি ও ইমরানের কণ্ঠে ‘ভালোবেসে ভালো আছি’ শিরোনামের গানটি এরইমধ্যে সাড়ে তিন লাখেরও বেশি দর্শক দেখেছেন।
‘দাগ’-এ আরো অভিনয় করেছেন জুনায়েদ, জিম ও আহসানুল হক মিনু।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

