১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ শুরু

নিজস্ব প্রতিবেদক:

ফেনীর ছাগলনাইয়া আওয়ামী লীগ নেতার হুমকিতে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ কাজ ২০ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের কাছ থেকে নির্দেশ পেয়ে মঙ্গলবার নির্মাণকাজ দ্রুত শুরু হয়।

সূত্র জানায়, কাজে যারা বাধা দেবেন তাদের বিরুদ্ধে লিখিতভাবে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে আবার কাজ শুরু করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

তবে দ্রুতগতিতে চলা নির্মাণ কাজ ২০ দিন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির শিকার হয়েছেন বলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অভিযোগ করেছেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান জিএম ইঞ্জিনিয়ারিংয়ের সাইট প্রকৌশলী নাজিম উদ্দিন বলেন, হেড অফিস আমাকে কাজ শুরু করতে বলেছেন। স্থানীয় ঝামেলা হয়তো মীমাংসা হয়েছে। আজ থেকে কাজ শুরু হবে। এমনিতে কাজ বন্ধ থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, সাবস্টেশন বন্ধ থাকার বিষয়টি জেনেছি। নির্মাণ কাজ দ্রুত চালু করতে ফেনী পল্লী বিদ্যুতের জিএমকে যা যা বলার তা বলে দিয়েছি।

উল্লেখ্য, সাবস্টেশনের জন্য কেনা বালুর নির্ধারিত দরের চেয়ে বাড়তি টাকা না দেয়ায় ২০ দিন আগে ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক লোকজন পাঠিয়ে সাবস্টেশন নির্মাণকাজ বন্ধ করে দেন।

তবে ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমার কাজ বন্ধ করে দেয়ার প্রশ্নই আসে না। সাবস্টেশন নির্মাণকাজের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। বরঞ্চ ঠিকাদারের সঙ্গে পাওনা টাকা নিয়ে আমাদের দলের যারা বালু ব্যবসা করেন তাদের বিরোধ ছিল। আমি সালিশে মীমাংসা করে দেয়ার চেষ্টা করেছি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৭ ১২:৩২ অপরাহ্ণ