আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদে দু’টি আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। সোমবার একটি বাজারে ওই হামলাগুলো চালানো হয়। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পুলিশের গুলিতে আরো তিন হামলাকারী নিহত হয়েছে। খবর এএফপি।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাঁচ আত্মঘাতী নাহরাওয়ান এলাকার একটি বাজার এবং বেশ কিছু দোকানে হামলা চালায়। এদের মধ্যে তিনজন পুলিশের গুলিতে নিহত হয়।
তবে বাকি দু’জন তাদের সঙ্গে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। ওই হামলায় আট বেসামরিক নিহত এবং আরো নয়জন আহত হয়েছে।
বাগদাদে প্রায়ই এ ধরণের হামলার ঘটনা ঘটে। জঙ্গিরা নারী এবং শিশুদের দিয়েও আত্মঘাতী হামলা চালাচ্ছে। জনসমাগম থাকে এমন স্থান বিশেষ করে মার্কেট, মসজিদ এবং নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করেই বেশি হামলার ঘটনা ঘটছে।