বিনোদন ডেস্ক:
ক্যাটরিনা কাইফ। বলিউড অভিনেত্রীদের মধ্যে বেশ পাকাপোক্ত অবস্থান তার। খুব শিগগিরই মুক্তি পাচ্ছে সালামানের সঙ্গে তার ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাটি। কিন্তু সম্প্রতি ভারতীয় ইনকাম ট্যাক্স কমিশনের সন্দেহের তালিকায় উঠে আসে এ বলিউড অভিনেত্রীর নাম। তার বিরুদ্ধে অভিযোগ উঠে অবৈধ লেনদেনের। ক্যাটরিনা মূলত ম্যাট্রিক্স নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তার সকল লেনদেন করে থাকেন।
কমিশনের বিশেষ অভিযানে সে প্রতিষ্ঠানের একটি ল্যাপটপ জব্দ করে কিছু অসঙ্গতি খুঁজে পান ইনকাম ট্যাক্স কমিশন। যে কারণে তদন্তে নামে কমিশন। ক্যাটরিনার সকল লেনদেন তারা পরীক্ষা করে দেখেন। কিন্তু তার হিসাবে কোনো গরমিল না পওয়ায় ইনকাম ট্যাক্স কমিশম তাকে ক্লিনশিট দেয়। ক্যাটরিনার একাউন্টে ২ কোটি ৭০ লাখ টাকার একটি লেনদেনে অসঙ্গতি মনে হওয়ায় ইনকাম ট্যাক্স কমিশন এই তদন্ত চালায়। পরে অবশ্য লেনদেনটি বৈধ উপায়ে হয়েছে বলে জানান কমিশনের সিনিয়র চাটার্ড একাউন্ট্যান্ট দিলীপ লক্ষানি।
এদিকে আর কয়দিন পরই মুক্তি পেতে যাচ্ছে সালমান খান এবং ক্যাটরিনার নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পায়। এই ছবির মাধ্যমে দীর্ঘ দিন পর আবারো তারা পর্দায় আসছেন একসঙ্গে।
দৈনিকদেশজনতা/ আই সি