১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

ধামরাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:

ধামরাইয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে নান্নার ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মর্তুজ আলীর (৩৮) বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ গতকাল শনিবার রাতে ওই ধর্ষক ইউপি সদস্যকে আটক করেছে।

ধর্ষীতার পারিবারিক সূত্র জানায়, গৃহবধূ আশুলিয়ার পল্লীবিদুৎ এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকুরী করতেন। পরে সে ধামরাইয়ের সূতিপাড়া এলাকায় একটি কারখানায় চাকুরীর জন্য নান্নার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মর্তুজ আলীর কাছে যায়। এরই সুবাধে ওই ইউপি সদস্য গৃহবধূর সাথে সখ্যতা গড়ে তুলে। এক পর্যায়ে সে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে।  পরে এ ঘটনায় ধর্ষণের স্বীকার গৃহবধূ নিজে বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে গতকাল শনিবার রাতে পুলিশ ওই ইউপি সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আলামীন বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ১০:৩৪ পূর্বাহ্ণ