১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৬

সুইডিশ রেডিও ফ্রিকুয়েন্সি আইএসের দখলে

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সুইডেনের এক জনপ্রিয় রেডিও স্টেশনের ফ্রিকুয়েন্সির দখল নিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে সুইডেনের ওই রেডিও স্টেশনে গেল শুক্রবার খুব ভোরে হঠাৎ আইএসের একটি গান বাজতে শুরু করে। গানটি হচ্ছে- ‘ফর দ্য সেক অব আল্লাহ’। এই গানটি ইসলামিক স্টেটের ‘রিক্রুটমেন্ট’ সঙ্গীত হিসেবে পরিচিত। নতুন নতুন জঙ্গিকে দলে টানার জন্য ইসলামিক স্টেট এই গান ব্যবহার করে।
মালমোর ‘মিক্স মেগাপোল’ স্টেশনে শুক্রবার সকালে প্রায় আধ ঘন্টা ধরে বার বার বেজেছে গানটি। স্টেশনটির কর্তৃপক্ষের সন্দেহ, তাদের রেডিও ফ্রিকোয়েন্সী হাইজ্যাক করেছিল ইসলামিক স্টেট। স্টকহোমে সকালের অনুষ্ঠানের উপস্থাপকের কোন ধারণাই ছিল না যে মালমোতে তাদের স্টেশন থেকে ‘ফর দ্য সেক অব আল্লাহ’ বেজে চলেছে। পশ্চিম ইরাক এবং সিরিয়া থেকে নতুন নতুন জঙ্গী রিক্রুট করার জন্য আইএস এই গানটি ব্যবহার করে। মিক্স মেগাপোল স্টেশনের মালিক যে কোম্পানি, তার একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের বিশ্বাস কোন গোপন ট্রান্সমিটার ব্যবহার করে কেউ তাদের ফ্রিকোয়েন্সী ব্যবহার করে এই কাজ করেছে।
তিনি একটি স্থানীয় সংবাদপত্রকে বলেন, ‘আমরা এ নিয়ে অনেক ফোন কল পেয়েছি। আমরা খুশি যে লোকজন সতর্ক আছেন এবং আমরা এখন এই বিষয়টি খু্বই গুরুত্ব দিয়ে দেখছি। ’ বিষয়টি সুইডেনের জাতীয় টেলিকম এজেন্সী এবং পুলিশের কাছে জানানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ১০:৫১ পূর্বাহ্ণ