১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২

মৌসুমী আপুর সব অভিযোগ ভিত্তিহীন: জায়েদ

বিনোদন ডেস্ক:

গত রবিবার রাতে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ শিল্পী সমিতির বিরুদ্ধে এক গাদা অভিযোগ তোলেন বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিণী খ্যাত নায়িকা মৌসুমী। একদিন পরেই নায়িকার করা সেসব অভিযোগের জবাব দিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

তিনি বলেছেন, ‘মৌসুমী আপু আমাদের সবারই শ্রদ্ধাভাজন। তবে তিনি সমিতি সম্পর্কে যেসব অভিযোগ তুলেছেন তার কোনটারই ভিত্তি নেই। তিনি সমিতির কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। আমরা চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনতে। তিনি আসেননি। আমরা সবাইকে নিয়ে সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা সবাই জানেন এবং দেখছেনও। সুতরাং এসব অবান্তর কথা বলা যুক্তিসঙ্গত নয়।’

রবিবার জাজ মাল্টিমিডিয়ার অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৌসুমী অভিযোগ করেন, ‘শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ রক্ষা না করে সব সমস্যা পাশ কাটিয়ে যায়। তারা শুধু ফুল দেয়া ও চামচামিতে ব্যস্ত।’

তিনি আরও অভিযোগ করেন, ‘চলচ্চিত্রকে কিছু অশুভ ছায়া গ্রাস করে কাজের পরিবেশ নষ্ট করছে। সমিতি এসব অশুভ ছায়া দূর করার চেষ্টা করছে না। শিল্পীদের কাজের পরিবেশও সৃষ্টি করছে না। বরং যারা কাজ করছে তাদের নানা ভাবে বাধা দিচ্ছে। সিমিতির আচরণের কারণেই শাকিব খান শিল্পী সমিতি ত্যাগ করেছেন। ’

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের নতুন সংগঠন চলচ্চিত্র ফোরামের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মৌসুমী। এর আগে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে কিছুদিন পরই সে পদ থেকে সরে দাড়ান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ১২:০৬ অপরাহ্ণ