নিজস্ব প্রতিবেদক:
প্রথমবারের মতো বিপিএল অনুষ্ঠিত হচ্ছে সিলেটে। তারপরও নিজেদের মাঠে পরপর দুইটি ম্যাচে জয় পেয়েছে সিলেট সিক্সার্স। তাই সিলেটবাসীর মনে আলাদা রকমের আনন্দ। সিলেটে বিপিএলের টিকিট নিয়ে হাহাকার দেখা গেছে। অনেকে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এবার সিলেট সিক্সার্স ফ্র্যাঞ্চাইজি ভিন্ন রকমের একটি উদ্যোগ নিয়েছে। তারা আজ ৬০০ এতিম শিশুকে বিনামূল্যে মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ দিবে। গতকাল সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ সিলেটে সরকারি সোনামণি নিবাসে বসবাসরত ৬০০ শিশুর জন্য টিকিট ও টুপি পৌঁছে দিয়েছে।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে সিলেট সিক্সার্স। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। আর দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগং ভাইকিংস। এই ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।
গত শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নয় উইকেটের জয় পায় সিলেট সিক্সার্স। পরেরদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে তিন উইকেটে হারায় নাসির হোসেনের দল।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

