নিজস্ব প্রতিবেদক:
দেশের কাল অবমু্ক্ত করা হচ্ছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপোর নতুন ফোন। ফোনটির মডেল অপো এফ ফাইভ। অপো এফ ফাইভ বাজারের প্রথম ফোন যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাবহার করে আপনার সেলফি আরও সুন্দর দেখতে করে তুলবে। প্রফেশনাল ফটোগ্রাফার ও মেক আপ আর্টিস্টদের সাথে কথা বলে এই নতুন টেকনোলজি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানি। এর ফলে ফেলফিতে আপনাকে আরও সাবলিল ও প্রাণোচ্ছল দেখাবে।
মানুষের মুখের বিশ্বব্যাপী ডাটাবেস মানুষের মুখে ২০০টির বেশি স্পট রেকগনাইজ করে গ্লোবাল ডেটাবেস থেকে আপনার মুখের ফিচার ও শেপ মেপে নেবে অপো এফ ফাইভ। এর মাধ্যমে মানুষের চামড়ার রঙ, ধরন, জেন্ডার, বয়স সব বুঝে নিতে পারে ফোনটি। এইভাবে আপনার মুখের চামড়া, চোখ, ঠোঁট ও মুখের গঠন বুঝে নিয়ে সেলফিতে আপনাকে দেখতে আরও সুন্দর করে তুলবে ফোনটি। আপনি মেয়ে না পুরষ আথবা শিশু না বৃদ্ধ সেই বুঝে আপনার ছবি সুন্দর করবে ফোনটি।
অপোর নতুন ফোনটিতে আছে ফেসিয়াল আনলক ফিচার। এই ফিচারের মাধ্যমে আপনার মুখ দেখে আনলক হবে ফোনটি। গ্রাহকরা যদি এই ফিচার ব্যাবহার করতে না চান তবে ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করতে পারেন গ্রাহকরা।
হেভি গেমারদের জন্য ফোনটিতে রয়েছে গেম অ্যাক্সিলেরশান ফিচার। এই ফিচারের মাধ্যমে হার্ডোয়ারের সমস্ত শক্তি ব্যাবহার করা যাবে গেম খেলার সময়। ফলে গেমিং এক্সপেরিয়েন্স আরও ভালো ও মসৃণ হবে গেমারদের।
বিশেষ ফিচার হিসেবে ফোনটিতে আছে ফাইল শেয়ারিং টেকনোলজি। কোম্পানির দাবি এই টেকনোলজি ১০০ গুণ দ্রুত ব্লুটুথের থেকে। এছাড়াও এই ফোনে রয়েছে স্প্লিট স্ক্রিন ফিচার। এর মাধ্যমে একই সাথে ফোনের ডিসপ্লেতে দুটি অ্যাপ একসাথে চালানো সম্ভব। একই সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ স্ক্রিনে খুলে কাজ করতে পারবেন এই ফোন দিয়ে।
দৈনিক দেশজনতা /এমএইচ