বিনোদন ডেস্ক: (ঢাকা, ১৬ মে)
ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘জনতা এক্সপ্রেস’, ‘মাটির ঘর’সহ অনেক দর্শকপ্রিয় ছবি নির্মাণ করে খ্যাতি অর্জন করেন নির্মাতা আজিজুর রহমান। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী শামিম রহমান। তিনি বলেন, গত রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ড. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে সিসিইউতে চিকিৎসাধীন এ নির্মাতা। সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নির্মাতা ‘মাটি’ নামের একটি ছবি দিয়ে আবারো চলচ্চিত্রে ফিরতে চেয়েছিলেন। তবে শারীরিক অসুস্থতার জন্য তিনি আর ছবিটির কাজ শুরু করতে পারেননি।
দৈনিক দেশজনতা/এমএম
সময়: ২০:৪৫
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

