২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৭

বিমান থেকে বোমা ছিটকে পড়ল কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৬ মে)

কক্সবাজারের পেকুয়ায় বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে অজ্ঞাত কারণে ছিটকে পড়া ‘ডেমো বোমা ’ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যদিও ঘটনার প্রথমদিকে এ বিষয়টিকে স্থানীয় উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা কার্গো বিমান বিধ্বস্ত হয়েছিল বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন।

মঙ্গলবার বিকাল ৩ টার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রূপালী বাজার সংলগ্ন উপকূলীয় এলাকার বেড়ীবাঁধে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুলিশের চকরিয়া সার্কেলের (চকরিয়া ও পেকুয়া ) এএসপি কাজী মতিউল ইসলাম।

এএসপি কাজী মতিউল বলেন, ঘটনার পরপরই কক্সবাজার বিমানবন্দর ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, মঙ্গলবার বিকালে বিমান বাহিনীর একটি ‘নিয়মিত প্রশিক্ষণ বিমান’ উড্ডয়নরত ছিল। বিমানটি এ অবস্থায় আকাশপথে পেকুয়ার উজানটিয়ার উপকূলীয় এলাকায় পৌঁছলে এ ঘটনা ঘটেছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে একটি ডেমো বোমা ছিটকে পড়ার খবর আমিও শুনেছি। এ ব্যাপারে বিমান বাহিনী ও কক্সবাজার বিমানবন্দরের সংশ্লিষ্টদের যথাযথভাবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

দৈনিক দেশজনতা/এমএম

সময়:২০:২৩

প্রকাশ :মে ১৬, ২০১৭ ৮:২৩ অপরাহ্ণ