দেশজনতা ডেস্ক :(ঢাকা, ১৬ মে )
চীন থেকে ছয়টি নতুন জাহাজ ক্রয় করবে বাংলাদেশ। ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে জাহাজগুলো যুক্ত হবে।
চায়না ন্যাশনাল ইমপোর্ট এন্ড এক্সপোর্ট মেশিনারিজ কর্পোরেশন (সিএমসি) থেকে ১ হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয়ে এ জাহাজগুলো ক্রয় করা হবে।
আজ নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রয়করা ছয়টি জাহাজের মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। প্রতিটির ধারণক্ষমতা ৩৯ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)। জাহাজগুলো চীনের জিয়াংশু প্রদেশের ওয়াই জেড জে শিপইয়ার্ডে নির্মাণাধীন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান জাহাজগুলোর প্লেট কাটিং (কীল লেয়িং) অনুষ্ঠানে যোগদানের জন্য সোমবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিন সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
দৈনিক দেশজনতা/এন আর/সময়: ২০:১৫
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

