নিজস্ব প্রতিবেদক: (ঢাকা, ১৬ মে )
পবিত্র রমজান মাসকে সামনে রেখে সোমবার থেকে শুরু হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বাজারদরের চেয়ে কম দামে পণ্য বিক্রি হওয়ায় মতিঝিলের চারটিসহ রাজধানীর ৩৫টি স্পটে ছোলা, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রিতে জনসাধারণের দীর্ঘ লাইন দেখা গেছে।
এবারের স্পটগুলোতে কেজিপ্রতি চিনি ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা ও মসুর ডাল ৮০ টাকা এবং সয়াবিন তেল ৮৫ টাকা লিটারে বিক্রি করা হচ্ছে। তবে খেজুর বিক্রি করা হবে আরো ৩-৪ দিন পর থেকে। বাজারের চেয়ে এখানে দাম কম থাকায় সোমবার মতিঝিলের স্পটগুলোতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে দেখা গেছে ক্রেতাদের।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, রমজান উপলক্ষে ঢাকাসহ সারাদেশে তেল, চিনি, মসুরের ডাল, খেজুর এবং ছোলা বিক্রি করা হচ্ছে। সিন্ডিকেটের হাত থেকে নিত্যপণ্যের ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে এ উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, এবার রাজধানীসহ সারা দেশে ১৮৫টি ট্রাকসেল ও ২৮১১ জন ডিলারের মাধ্যমে চার ধরনের পণ্য বিক্রি শুরু হয়েছে। ক্রেতাদের চাহিদা অনুসারে পণ্য বিক্রি করা হবে। গত ৩০ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার পর্যালোচনা বৈঠকে টিসিবির চেয়ারম্যান আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া জানান, ১৫ মে থেকে ৫টি নিত্যপণ্য নিয়ে মাঠে থাকবে টিসিবি।
দৈনিক দেশজনতা/এন আর/সময়: ৮:০৫