১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলার বাদীকে তলব

নিজস্ব প্রতিবেদক: (ঢাকা, ১৬ মে)

রাজধানীর মিরপুরে চুরি ও মারামারির অভিযোগে ১০ মাসের শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার ঘটনায় এবার মামলার বাদী হাবিবুর রহমানকে তলব করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম এ আদেশ দেন। এর আগে এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছিলেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক মারুফুল ইসলামের আজ আদালতে হাজির হওয়ার দিন ছিল। কিন্তু অসুস্থ থাকার কথা জানিয়ে আদালতের কাছে তিনি ১০ দিন সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন।

তবে এবার মামলার বাদী হাবিবুর রহমানকে আদালত তলব করেছেন। কেন তিনি শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন, তা সাত দিনের মধ্যে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে বাদী  হাবিবুর রহমান বলেন, ‘আদালত তলব করলে অবশ্যই যাব’।

এর আগে শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার অভিযোগে পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ সদর দপ্তর ।

দৈনিক দেশজনতা/এমএম

সময়: ২১:০২

প্রকাশ :মে ১৬, ২০১৭ ৯:০২ অপরাহ্ণ