১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৬

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক:(ঢাকা, ১৬  মে )

বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুোষ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল।

মঙ্গলবার বাংলাদেশের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার।

দুই ম্যাচের টেস্ট সিরিজ নিশ্চিত করার আগে বাংলাদেশের সবশেষ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে দুইদিনের সফরে এসেছেন সিএ’র এই নিরাপত্তা পরামর্শক।

২০১৫ সালে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। তবে সেবার নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর বয়কট করে দেশটি। এর জের ধরে ২০১৬ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। তবে গত বছর ইংল্যান্ড দলের সফরটা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ সফর প্রসঙ্গে অস্ট্রেলিয়ার সুর নরম হয়। এরই পরিপ্রেক্ষিতে আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের।

দৈনিক দেশজনতা/এন আর/সময়: ২১:০৫

প্রকাশ :মে ১৬, ২০১৭ ৯:০৭ অপরাহ্ণ