১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৬

কূটনীতিকরা এখনও নিরাপদ নয়: ডেনমার্ক রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: (ঢাকা, ১৬ মে)

বিদেশিরা এখনও সন্ত্রাসী হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিটি উইনথার। তিনি বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলার পর এখনও কূটনীতিকদের চলাফেরায় বিধিনিষেধ আছে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিকাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এ ধরনের সন্ত্রাসী হামলার ঝুঁকি আছে—এমন কয়েকটি দেশের নাম জানতে চাইলে মাইকেল হেমনিটি উইনথার বলেন, ‘আমার নিজের দেশেও (ডেনমার্ক) জঙ্গি আক্রমণের ঝুঁকি আছে। পৃথিবীতে ১৪০টি দেশে জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে। প্রত্যেকটি দেশে ঝুঁকির মাত্রা আলাদা। আমরা অন্য সহকর্মীদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করে থাকি।’

রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে এক প্রশ্নের উত্তরে ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, ‘এটি একটি জটিল বিষয়। ইউরোপীয় ইউনিয়ন বা ডেনমার্কের কোনো সমাধান দেবে না। দুই দেশকেই এর সমাধান করতে হবে। তবে সমস্যার একটি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রতিটি দেশকে আমরা আন্তর্জাতিক নীতি মেনে চলতে বলি।’

ডেনমার্ককে বাংলাদেশের অন্যতম অংশীদার উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে দারিদ্র্য বিমোচনই আমাদের প্রধান ইস্যু। সাম্প্রতিক সময়ে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া বাংলাদেশের অংশীদার হতে চায় ডেনমার্ক।

দৈনিক দেশজনতা/এমএম

সময়: ২১:১১

প্রকাশ :মে ১৬, ২০১৭ ৯:১১ অপরাহ্ণ