১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬

ঢাকায় আসছে দুর্নিবার

বিনোদন ডেস্ক:

ইসরাত জাহান: “স্বজন”এর আমন্ত্রণে ঢাকায় আসছে কলকাতার জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার লাইফ মিউজিক গ্রুপের চ্যাম্পিয়ান দুর্নিবার। আগামী ১০ই নভেম্বর রাজধানীর কেআইবি কমপ্লেক্সে স্বজনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সামনে গাইবেন তিনি।

স্বজনের ওই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও আমাদের সময়। ‘আদি স্থাপনা জঞ্জাল নয় আমার অহংকার’ শিরোনামের অনুষ্ঠানটি স্পন্সর করেছেন সিনহা গ্রুপ ও ষ্টান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড।

দুর্নিবার কয়েক দফা আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, হংকং, কুয়েতে অনুষ্ঠান করেছেন শ্রোতাদের আমন্ত্রণে। বাংলাদেশেও এসেছেন এর আগে। এর আগে ঢাকায় দুটি টিভির লাইফ অনুষ্ঠান করেছেন তিনি। তবে ঢাকায় এই প্রথম দুর্নিবার গাইছেন মঞ্চে।

সব ধরনের গান পরিবেশন করে থাকলেও রবীন্দ্র সংগীতের প্রতি আলাদা ঝোঁক রয়েছে তার। সেকারণে তার প্রথম অ্যালবামটিও রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়েই। অ্যালবামের নাম, ‘তুমি আমার’। অ্যালবাম প্রকাশের পাশাপাশি স্টেজ শো’তেও ব্যস্ত সময় কাটছে তার।

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ১২:২৩ অপরাহ্ণ