২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:১৬

জাবি রেজিস্টার্ড প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মোহাম্মদ মঞ্জুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলে জানানো হয়, ৩১ অক্টোবর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেখানে কোন প্রকার ভুল থাকলে তা সংশোধন চলবে পহেলা নভেম্বর থেকে পাঁচ নভেম্বর বিকাল চারটা পর্যন্ত। এরপর ৭ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

১১ নভেম্বর সকাল ১০টা থেকে ১৪ নভেম্বর বিকাল চারটার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। ১৬ নভেম্বর সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে মনোনয়নপত্র বাছাই করা হবে। ২০ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

২৮ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ২৯ নভেম্বর চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে। এই দুই কার্যালয় শুক্র ও শনিবারেও খোলা থাকবে। juniv.edu I ju-regigraduate.org সব আপডেট প্রকাশ করা হবে।

এর আগে আগামী ৩০ ডিসেম্বরকে নির্বাচনের তারিখ হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদ ভবন ও সমাজবিজ্ঞান অনুষদ ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ১২:৩২ অপরাহ্ণ