নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর রেলওয়ে পুলিশ ও কচুয়া থানা পুলিশের হাতে আটক ১২ জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতে তাদের এই কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) রুমন দে।
দণ্ডপ্রাপ্ত কচুয়ার জুয়াড়িরা হলেন মিজান (২৫), নবীর হোসেন (৩৫), জাহাঙ্গীর আলম (৩২), মানিক মিয়া (৩৮), আনোয়ার হোসেন (৩২) ও আব্দুল বারেক (৩০)। কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সাচার উওর বাজারের জুয়ার আসর থেকে আটক করা হয়।
এ ছাড়া চাঁদপুরে জুয়া খেলার সময় আটকরা হলেন রহমত আলী গাজী (৫০), মো. আলমাছ ফকির (৪৫), মো. আবুল সরকার (৫২), আরব আলী (৫৭), মো. শফিক মিয়া (৪৬) ও মো. দেলোয়ার হোসেন দেলু (৪২)।
সোমবার বিকালে রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বড় স্টেশন এলাকার ৩নং কয়লাঘাট এলাকার স্টার ক্লাবের ভেতর থেকে তাদের আটক করে।
দৈনিক দেশজনতা /এমএইচ