১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

সাচ্চুর নির্মাণে ‘সম্মুখযাত্রী ফজলুল হক’

বিনোদন ডেস্ক:

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ, প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হকের জীবন ও কর্মের ওপর তৈরি হয়েছে একটি প্রামাণ্যচিত্র। পরিচালনা করেছেন-নিমার্তা শহিদুল আলম সাচ্চু, শিরোনাম ‘সম্মুখযাত্র ফজলুল হক’।

ফজলুল হকের মৃত্যুবার্ষিকী ২৬ অক্টোবর। ২০০৪ সাল থেকে ফজলুল হক স্মৃতি কমিটির পক্ষে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রর্বতন করেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন।

এ বছর চলচ্চিত্র পরিচালনায় আবদুল লতিফ বাচ্চু ও চলচ্চিত্র সাংবাদিকতায় নরেশ ভূঁইয়া পুরস্কার পাচ্ছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। এই অনুষ্ঠানে দেখানো হবে ‘সম্মুখযাত্রী ফজলুল হক’।

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ১০:২৭ পূর্বাহ্ণ